একুশে নিউজ ডেস্ক : হামিদুল ইসলাম হত্যার ঘটনায় ঢাকায় রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৪ জানুয়ারি ) বিকালে রমনা থানাধীন জাতীয় ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা জেলার রমনা থানাধীন জাতীয় ঈদগাহ মাঠ এলাকায় হামিদুল ইসলাম নির্মমভাবে নিহত হন। হামিদুল ইসলাম হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামিদুল ইসলাম হত্যার ঘটনায় খুনিদের গ্রেফতার করতে রমনা আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা প্রতিবাদে ফুটে উঠেছে।
রমনা থানার এস আই মোঃ শাহজাহান মিয়া বাদী হয়ে ৩ জনের নাম উল্ল্যেখ করে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রমনা থানার মামলা নং-২৮ তারিখ ২৪-০১-২১ইং।
মামলার আসামীরা হলেন, গনঅধিকার পরিষদের সদস্য মোঃ আবু সুফিয়ান, তন্ময় হাসান ও সাকিব।
এ বিষয়ে গণমাধ্যমকে আওয়ামীলীগ নেতা মিরাজ খান বলেন, গনঅধিকার পরিষদের সদস্যরা পরিকল্পিতভাবে হামিদুল ইসলাম কে হত্যা করে। মোঃ আবু সুফিয়ান,তন্ময় হাসান ও সাকিব সংঘবদ্ধভাবে হামিদুল ইসলাম কে একা পেয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। আমি মোঃ আবু সুফিয়ান,তন্ময় ও সাকিব সহ সকল আসামীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।
অন্যদিকে, মোঃ আবু সুফিয়ান এর মাতা বলেন, হামিদুল ইসলাম তাদের অভ্যন্তরীণ কোন্দলে সন্ত্রাসী হামলায় নির্মমভাবে নিহত হন। এ ঘটনাকে ধামাচাপা দিতে আওয়ামী লীগ নেতা মিরাজ খান এর ইন্দনে আমার ছেলের উপর মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, হামিদুল ইসলাম হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের দ্রæত গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।