• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

আলী আহমদের পিতার মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর জাসাসের শোক

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২১
আলী আহমদের পিতার মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর জাসাসের শোক

একুশে নিউজ  ডেস্ক:: সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদের পিতা দক্ষিণ সুরমা টেকনিক্যাল রোডস্থ মদীনা অটো রাইছমিলের স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও শালিস ব্যক্তিত্ব হাজী আব্দুর রহিম তুরু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর জাসাস নেতৃবৃন্দ।

সোমবার (১ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় সিলেট জেলা জাসাস সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আহমেদ রানু, মহানগর জাসাস সভাপতি মুসা রেজা চৌধুরী ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন মাসুম বলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও শালিস ব্যক্তিত্ব হাজী আব্দুর রহিম তুরু মিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ মরহুম হাজী আব্দুর রহিম তুরু মিয়াকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

হাজী আব্দুর রহিম তুরু মিয়া সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় সোনারপাড়াস্থ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ৪ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে মারা যান। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। মরহুমের জানাযা সোমবার বাদ আসর দক্ষিণ সুরমার কামালবাজারস্থ তালিবপুর নতুন জামে মসজিদে অনুষ্ঠিত হবে।