• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা ও নগর সম্মেলন অনুষ্ঠিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২১
ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা ও নগর সম্মেলন অনুষ্ঠিত

একুশে নিউজ ডেস্ক:: ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা ও নগর সম্মেলন আজ শুক্রবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০টায় নগরীর সুরমা মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি মুফতি মুহাম্মদ শিহাব উদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ফয়জুল হাসান চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রফেসর ডা: মোয়াজ্জেম হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী জেনারেল এ আর খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের সেক্রেটারী জননেতা হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, নগর সভাপতি আলহাজ্ব নজির আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা সভাপতি আলহাজ্ব ফজলুল হক্ব প্রমূখ ৷

প্রধান বক্তার বক্তব্য শেষে ইসলামী যুব আন্দেলন সিলেট জেলা ও মহানগর শাখার ২০১৯-২০২০ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২১-২০২২ সেশনের কমিটি গঠন করে শপৎ বাক্য পাঠ করান নবগঠিত কমিটি জেলার সভাপতি মুফতি ফয়জুল হাসান চৌধুরী, সহ সভাপতি মুহাম্মদ জাকির হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা বদরুল হক্ব, মহানগর সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, সহ সভাপতি মুহাম্মদ ফয়সল আহমদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হুসাইন ৷

এছাড়া উপস্থিত ছিলেন জেলা ও নগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।