• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

বোগলাবাজার ইউপি নির্বাচনে নৌকার মনোয়ন প্রত্যাশী মাসুক রানার মতবিনিময়

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২১
বোগলাবাজার ইউপি নির্বাচনে নৌকার মনোয়ন প্রত্যাশী মাসুক রানার মতবিনিময়

একুশেনিউজ ডেস্ক::
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার আসন্ন ৮নং বোগলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে বৃহত্তর ইদুকোনা এলাকাবাসীর সাথে মতবিনিময় ও পরার্মশ সভা করেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগ আহবায়ক কমিটির সদস্য মো. মাসুক রানা।

বৃহস্পতিবার রাত ৮টায় মতবিনিময় ও পরার্মশ সভায় ইদুকোনা গ্রামের প্রবীন মুরব্বী মুসলিম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্ধা ডা. শামসুল হক প্রমুখ।

এসময় দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা ও ৮নং বোগলাবাজার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী মোঃ মাসুক রানা বলেন, বোগলাবাজার ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক, সমৃদ্ধশালী ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আগামী স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে লড়তে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমি কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস দলের নীতিনির্ধারণী ফোরাম আমাকে নৌকা প্রতীক মনোয়ন দেবে। ইনশাআল্লাহ আমি নৌকা প্রতীক পেলে আপনাদের সহযোগিতা, সর্মথন, দোয়া ও ভালোবাসায় আমি বিপুল ভোটে বিজয়ী হবো। আমি আপনাদের সহযোগিতা, সর্মথন, দোয়া ও ভালোবাসা কামনা করি।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী অঞ্চল বোগলাবাজার ইউনিয়ন। এটি একটি কৃষিনির্ভর এবং প্রবাসী অধ্যুষিত ইউনিয়ন হিসেবে পরিচিতি পেলেও এখানকার জনগণ এখনো কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত ও অবহেলিত। ইউনিয়ন পরিষদ গঠনের পর থেকে নতুন কোনো রাস্তা, ব্রিজ-কালভার্ট হয়নি এই ইউনিয়নে। ইউনিয়নবাসীর কাঙ্খিত সেবা এবং অবকাঠামোগত উন্নয়ন করার লক্ষ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা মো. মাসুক রানা। তিনি একই ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল হোসেন’র জ্যেষ্ঠ সন্তান। দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্যও তিনি।
মো. মাসুক রানার সমর্থকরা জানান, শিক্ষিত ও তরুণ প্রার্থী হিসেবে ভোটারদের কাছে সাড়া ফেলেছেন মো. মাসুক রানা। চেয়ারম্যান পদে লড়তে দীর্ঘদিন ধরেই প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। স্বচ্ছ ব্যক্তি ইমেজ ও পারিবারিক পরিচিতির কারণে এলাকায় নিজস্ব ভোট ব্যাংক রয়েছে তার। চেয়ারম্যান পদে নৌকা প্রতীক মনোয়ন পেলে চমক দেখাতে পারেন মো. মাসুক রানা।