• ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

মার্চের মধ্যেই সিলেটের ৪ উপজেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি জমার নির্দেশ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২১
মার্চের মধ্যেই সিলেটের ৪ উপজেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি জমার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ৪ উপজেলা কমিটি এ মাসের মধ্যেই গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে সিলেট জেলা পরিষদের হল রুমে অনুষ্টিত জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এ নির্দেশ দেয়া হয়।

উপজেলাগুলো হচ্ছে সিলেট সদও, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার। জেলা আওয়ামী লীগের প্রথম সভায় এ ৪ উপজেলার পূর্ণাঙ্গ কমিটি আগামী ১ মার্চের মধ্যে জেলার দপ্তরে জমা দেয়ার সিদ্ধান্তও সংশ্লিষ্টদের জানিয়ে দেয়া হয়েছে।

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেটর নাসির উদ্দিন খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ইমরান আহমদ এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক হাজি রইছ আলী।

এছাড়াও জেলা আওয়ামী লীগের প্রায় সকল পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।