• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

কর্নার সোসাইটি পনিটুলার সরস্বতীপূজা সম্পন্ন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২১
কর্নার সোসাইটি পনিটুলার সরস্বতীপূজা সম্পন্ন

একুশে নিউজ ডেস্ক:: কর্নার সোসাইটি পনিটুলার ২০২১ইং সনের ২য় বার্ষিক র্শ্রী শ্রী সরস্বতীপূজা সুসম্পন্ন হয়েছে।

করোনাকালীন দুর্যোগ পরিস্থিতি থেকে উত্তোরনের প্রার্থনা করা হয় দেবীর কাছে এবং স্কুলে প্রাণবন্ত পরিবেশে যাতে যাওয়া যায়। পূজায় পৌরোহিত্য করেন শ্রী বিরাজ মাধব চক্রবর্তী। সংকল্পিত হোন পঞ্চম শ্রেনীর ছাত্র স্বাগ্নিক দাস স্পর্শ। উপস্থিত ছিলেন কর্নার সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা শ্রী অপরেশ দাস অপু, উপদেষ্টা মন্ডলীর সদস্য সর্বশ্রী বিধান চন্দ্র চক্রবর্তী, নিশা রানী মজুমদার, প্রদীপ কুমার ঘোষ, বীরেন্দ্র কুমার দত্ত, তপন মজুমদার, সুমন পাল মিঠু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সর্বশ্রী বিধান রঞ্জন দাশ (শিক্ষক) মিরা রানী দেব (শিক্ষিকা), সুমিত্রা তালুকদার (শিক্ষিকা), স্বপ্না রানী দাশ ( শিক্ষিকা), শ্রাবন্তি দাশ (শিক্ষিকা), তৃষ্ণা রানী দাশ ( শিক্ষিকা),প্রান্তিক দত্ত উৎস, রাজদ্বীপ দাশ লিমন,মিঠন দত্ত, দ্বীতিয়া দত্ত দিয়া, নিবেদিতা চক্রবর্তী, নন্দিতা চক্রবর্তী, সুহঞ্জিত দেন স্বপ্নিল, স্বপ্ন তালুকদার, সরস্বতী দেব,অমিত দেব, শর্মিষ্ঠা দাস,পড়শি দাস,অনিন্দ্য দাশ, উদ্দীপন দাশ প্রমূখ।