• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

করোনার টিকা গ্রহন, বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন রোধে সচেতনতামূলক মাইকিং প্রচারনা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২১
করোনার টিকা গ্রহন, বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন রোধে সচেতনতামূলক মাইকিং প্রচারনা

একুশেনিউজ ডেস্ক::
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যেগে করোনা ভাইরাস (কোভিড -১৯) টিকা গ্রহন ও বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সুনামগঞ্জের ৩টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাটবাজার, গ্রামে-গঞ্জে জনসচেতনতামূলক মাইকিং করেছে ব্র্যাক। গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সুনামগঞ্জ সদর, দক্ষিন সুনামগঞ্জ ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাইকিং করেছে ব্র্যাক।

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ফিল্ড অফিসার রাশিদা বেগম জানান যে, এখনও গ্রামের অনেক মানুষ করোনা ভাইরাস (কোভিড -১৯) এর টিকা গ্রহন ও প্রতিরোধ বিষয়ে সঠিক ধারনা নেই। সর্বস্তরের মানুষ সচেতন হলেই আমরা এই মহামারি থেকে রক্ষা পাব ও বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন অনেকাংশে বন্ধ করতে আমরা সক্ষম হব। তাই আমরা মানুষকে সচেতন করতে মাইকিং প্রচারনা করে যাচ্ছি। প্রচার পরবর্তী জনমত যাচাই করে দেখা যায় যে, এই প্রচারের মাধ্যমে সাধারন মানুষ বিভিন্ন বিষয় সম্পর্কে নতুন কিছু শিখতে পারে।