একুশেনিউজ ডেস্ক::
এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের আয়োজনে ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এপে. শাহ মো. লোকমান আলীর যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্য গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়।
গ্রীণ হিলস ক্লাবের সভাপতি এপে. এড. মানিক উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপে. আক্তার হোসেন খান। এসময় তিনি বলেন, এপেক্স অতীত জেলা-৪ গভর্নর শাহ আহাদ আলী লিটন এর শূণ্যতা শাহ মো. লোকমান আলীর মাধ্যমে পূর্ণতা পেয়েছিল। লোকমানের বিদায়ে সেই শূণ্যতা আবারও দেখা দিয়েছে। এপেক্সের মাধ্যমে সকল দুর্যোগকালীন সময়ে শাহ মো. লোকমান আলী মানবসেবায় যে অবদান রেখেছেন তা অবিস্মরনীয়। আমরা আশা করি- যুক্তরাজ্যে থেকেও এপেক্স বাংলাদেশের সকল কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করবেন।
বিশেষ অতিথির বক্তব্যে এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর গভর্নর এপে. শাহেদুর রহমান বলেন, এপেক্সের সকল কার্যক্রমে আমার সহযোদ্ধা হিসেবে শাহ মো. লোকমান আলী সব সময় ছিলেন। এপেক্সকে এগিয়ে নিতে ও ব্র্যান্ডিং তৈরী করতে লোকমানের অবদান ছিল অপরীসিম। করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কর্মহীন, অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ কার্যক্রম তাঁর স্বত:ষ্ফুর্ত অংশগ্রহণেই সম্পন্ন করা সম্ভব হয়েছে। আশা করি এভাবে আরো অন্যান্য এপেক্সিয়ানরা এগিয়ে এসে জেলা-৪ কে আরো এগিয়ে নিয়ে যাবেন। পরিশেষে- শাহ মো. লোকমান আলীর উজ্জল ভবিষ্যৎ কামনা করি।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের সিনিয়র সহ-সভাপতি এপে. শাহ মো. লোকমান আলী।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এপে. মাহবুবুর রহমান এরশাদ, এপে. এড. শফিকুল ইসলাম, এপে. আদিল হোসেন, এপে. নাজমুল হুদা, এপে. এড. সিদ্দিকুর রহমান, এপে. এড. শাহিনুল ইসলাম, এপে. বাবুল মিয়া, এপে. এড. আব্দুল্লাহ আল হেলাল, এপে. রায়হান চৌধুরী, আব্দুল মুকিত চৌধুরী রেজা, প্রবাসী গিয়াস উদ্দিন চৌধুরী প্রমুখ।