একুশনিউজ ডেস্ক:: বাংলাদেশ মটর মেকানিক্স ফেডারেশন বি ২১৯২ এর অন্তর্ভুক্ত সিলেট জেলা মটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন রেজিষ্ট্রেশন নং চট্র ২৬২৪ এর কার্যকমিটির ত্রি বার্ষিক (২০২১- ২০২৩) নির্বাচনে কার্যকরি সভাপতি ইসলাম উদ্দিন ও সমাজকল্যাণ সম্পাদক শিপন আহমদ নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আহমদপুর যুব সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।
শুভেচ্ছা জ্ঞাপন করে সংস্থার নেতৃবৃন্দ বলেন, এ বিজয় শুধু তাদের নয়, এাঁ আমাদের সকলের বিজয়। অতিতে বিভিন্ন সময়ে নানা পর্যায়ে আহমদপুর গ্রামের ব্যক্তিবর্গ নেতৃত্ব দিয়েছেন। সেই ধারাবাহিকতা বজায় রয়েছে এবং আগামীতেও থাকবে বলে নেতৃবৃন্দ আশাবাদব্যক্ত করে তাদের সফলতা কামনা করেন।-বিজ্ঞপ্তি
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302