একুশে নিউজ ডেস্ক:: সিলেট ফ্রিডম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক নাট্যকার ও অভিনেতা মোঃ ইমতিয়াজ কামরান তালুকদার। আন্তর্জাতিক ভাবে স্বীকৃত প্রাপ্ত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট ফ্রিডম ক্লাব (গভ: রেজি: নং: ০০৯১/২০২১)। সিলেট ফ্রিডম ক্লাব একটি সামাজিক সাংস্কৃতিক ও সমাজসেবক মূলক সংগঠন। অর্থায়নে তালুকদার ফাউন্ডেশন।সিলেট ফ্রিডম ক্লাব মেধাবী আর স্বপ্নবাজ তরুণদের সংগঠন যারা স্বপ্ন দেখে সুশীল সমাজ আর আলোকিত মানুষের। জয় হউক মানবতার জয় হউক আলোকিত মানুষের।
সিলেট শহরে গরিব অসহায় মানুষের মাঝে বিভিন্ন ভাবে সেবামূলক কার্যকম চালিয়ে যাচ্ছে সিলেট ফ্রিডম ক্লাব। উল্লেখ্য যোগ্য সেবার মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, নগদ অর্থ, রক্তদান, বিনামূল্যে দরিদ্রদের স্বাস্থ্যসেবা, পথশিশুদের শিক্ষাসামগ্রী বিতরণ, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি, বৃক্ষরোপন অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ইত্যাদি সহ অসংখ্য কার্যকম পরিচালনা করে আসছে সিলেট ফ্রিডম ক্লাব। অর্থায়নে তালুকদার ফাউন্ডেশন। তালুকদার ফাউন্ডেশন এর জন্ম হয় অসহায় মানুষের জন্য কিছু একটা করার প্রত্যাশায়। সেই প্রতিজ্ঞা নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা স্বপ্ন দেখি আকাশের থেকে বিশাল, সমুদ্র থেকে গভীর কারণ আমরা জানি সেই স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন না হলেও এক বিন্দু পরিমাণ হবে তাহলেই আমরা স্বার্থক।তাই আমরা স্বপ্নের পথে যাত্রা করি ছোট ছোট পদক্ষেপে। যেন হোঁচট খেলেও খুব দ্রুত উঠতে পারি।অন্তত দশজনের মুখে যদি হাসি ফুটাতে পারি তাহলে সেটাই আমাদের এর স্বার্থকতা। ব্যক্তিগত উদ্যোগে করোনা কালিন সময়ে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় হতদরিদ্র জনগোষ্ঠীর ২১ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এছাড়াও তিনি করোনা কালীন সময়ে তিনি অসহায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত, হতদরিদ্র ও প্রতিবন্ধী ইমাম, মুয়াজ্জিন, কুরআনের হাফেজ, অসচ্ছল বয়স্ক মহিলা পুরুষ, অসচ্ছল মুক্তি যোদ্ধাদের পাশে দাঁড়িয়েছেন। সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে বিনামূল্যে মাস্ক স্যানিটাইজার ও সাবান, খাদ্য সামগ্রী বিতরণ, নগদ অর্থ প্রদান, নিজ হাতে রান্না করে খাবার বিতরণ, সিলেটের সংস্কৃতি কমীদের পাশে দাঁড়িয়েছেন, লিফলেট বিতরণ, রমজানে উপহার সামগ্রী বিতরণ, চা শ্রমিকদের উপহার সামগ্রী বিতরণ, ইফতার বিতরণ, অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ,পথশিশুদের জন্য ঈদে নতুন কাপড় বিতরণ,অসহায় চা শ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ সহ নানা সমাজসেবা মূলক কার্যক্রম করেন।