• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

১৪ বছরে আমাদের কন্ঠ সিলেটে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

admin
প্রকাশিত মার্চ ১, ২০২১
১৪ বছরে আমাদের কন্ঠ সিলেটে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

একুশে নিউজ ডেস্ক:: সিলেটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দৈনিক আমাদের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১ মার্চ) নগরীর জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটে পত্রিকার কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সিলেট জেলা প্রতিনিধি জহির রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম.এ হান্নান। প্রধান বক্তার বক্তব্য রাখেন, দৈনিক জাগ্রত সিলেটের সম্পাদক শেখ মোর্শেদ।

বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের সিলেট প্রতিনিধি নুরুল হক শিপু, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের সহকারী অধ্যাপক আলী কামরুল হাসান জেসন, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও মাই টিভির সিলেট প্রতিনিধি মৃনাল কান্তি দাস, জেলা যুবলীগ নেতা দুলাল আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম.এ হান্নান বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আমাদের কন্ঠ গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে। পত্রিকাটি তাদের মেধাবী সাংবাদিক নিয়ে নিরপেক্ষ সংবাদ প্রকাশ করে এগিয়ে যাচ্ছে। এ যাত্রা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আলোচনা সভার পূর্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট অফিসে কেক কাটা এবং সভা শেষে পত্রিকা ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দুআ করা হয়। বিজ্ঞপ্তি