• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

বালাগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ককে শোকজ: ৬ ইউনিয়ন কমিটি স্থগিত

admin
প্রকাশিত মার্চ ৭, ২০২১
বালাগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ককে শোকজ: ৬ ইউনিয়ন কমিটি স্থগিত

একুশে নিউজ ডেস্ক::
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও জেলা বিএনপির সাংগঠনিক টিমের নির্দেশনা ও সুপারিশ উপেক্ষা করে বালাগঞ্জ উপজেলা বিএনপির অর্ন্তগত ৬টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষনা করায় বালাগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদকে শোকজ করা হয়েছে। একই সাথে নবগঠিত বালাগঞ্জ উপজেলার ৬ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম পরবর্তী নিদের্শনা না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য যে, আগামী ৫ দিনের মধ্যে (১২ মার্চের মধ্যে) আব্দুর রশিদকে সিলেট জেলা বিএনপির আহ্বায়কের নিকট স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হল।

রোববার (৭ মার্চ) দুপুরে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত ও নির্দেশনার কথা জানানো হয়।