একুশে নিউজ ডেস্ক:: সিলেট বিভাগীয় তথ্য অফিসের পরিচালক জুলিয়া যেসমিন মিলিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে উপ-সচিব উন্নীত হওয়ায় বিভিন্ন সংগঠনের অভিনন্দন সোমবার (৮মার্চ) দুপর ২টায় তথ্য অফিসে আয়োজন করা হয়।
কুশিঘাট আলোকিত যুব সংস্থার সভাপতি ইমতিয়াজ রহমান ইনু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় তথ্য অফিসের পরিচালক জুলিয়া যেসমিন মিলি বলেন, ভাল কাজের মূল্যায়ন দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সব সময় স্বক্রিয় থাকে। আজ আপনারা আমাকে যে অভিনন্দন জানিয়েছেন তা আমার জন্য গৌরব। অনুপ্রেরনা জাগিয়েছে সামজকে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রিডো অফ বাংলাদেশের নির্বাহী পরিচালক নাসির উদ্দিন, নুরানী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ফাতেমা জান্নাত, বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী ২৪নং ওয়ার্ড দলনেত্রী নারী উদ্দোক্তা মুন্নি বেগম, জমসেদ আলী, লেবাছ আহমদ, জামিল আহমদ, মিজান আহমদ, রায়হান আহমদ প্রমুখ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302