জামালগঞ্জ প্রতিনিধি : আওয়ামীলীগ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থাকরণের দাবিতে গতকাল ১০ মার্চ, বুধবার বিকাল ৩ টায় স্থানীয় তেলিয়া পয়েন্ট থেকে একটি মিছিল বের করে যুবদল।
জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।
মিছিল শেষ করে সবাই যার যার গন্তব্যে চলে গেলে যুবদল নেতা জিয়া উদ্দিনকে রাস্তায় একা পেয়ে আওয়ামী লীগের ক্যাডার নজরুল ইসলাম সহ মোটর সাইকেলযোগে তার উপর হামলা চালায়।
তাকে হত্যার উদ্দেশ্যে তার গলায় ছুরিকাঘাত করতে চাইলে জিয়া উদ্দিন প্রাণ রক্ষার জন্য বাম হাত দিয়ে প্রতিহত করে বেঁচে যান।
তবে বাম হাতে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন।
হাতে প্রচন্ড রক্তক্ষরণ হলে স্থানীয় জনগন পাশের ফার্মিসিতে চিকিৎসার জন্য গেলে তারা চিকিৎসা দিতে অস্বীকার করে।পরে তাকে সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী তার হাতে সেলাই করে ব্যান্ডেজ করা হয়েছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302