
একুশে নিউজ ডটকম:: সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক জুবের আহমদ এর গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়েছে শাহপরান (রহ.) থানার পুলিশ। বুধবার রাত ১ টায় একদল পুলিশ জুবেরের বাড়িতে আসে এবং প্রায় এক ঘন্টা যাবত ঘর তল্লাশি শেষে পুলিশ বাড়ি থেকে বাহির হয়ে যায়। তাৎক্ষণিক কি কারনে পুলিশ গিয়েছিল জানা যায়নি।
পরবর্তীতে থানার ওসির সাথে তল্লাশির বিষয়ে যোগাযোগ করলে তিনি বলেন ছাত্রদল এই নেতা একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী সহ সুমন আহমদ হত্যা মামলার অন্যতম আসামী। উল্লেখ্য ছাত্রদল নেতা জুবের আহমদ একাধিক মামলার আসামীসহ নিহত সুমন আহমদ হত্যা মামলার আসামী হয়ে দেশ পলাতক আছেন।