একুশে নিউজ ডেস্ক;
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম চৌধুরীকে কারাগারে প্রেরণের ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা ছাত্রদল।
শুক্রবার রাতে এক বাতায় সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দিলোয়ার হোসেন নাদিম নিন্দা জানান। তারা বলেন, ষড়যন্ত্র করে পুলিশ ফাহিমকে গ্রেপ্তার করেছে।
নেতৃবৃন্দ বলেন ফাহিমের বিরুদ্ধে কোনো মামলা নেই তবুও তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এটা নিশ্চয় ষড়যন্ত্র। গোলাপগঞ্জে ছাত্রদলকে দমন করতেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
তারা অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার জোর দাবি জানান।
এর আগে ১১ই মার্চ বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জের বইটিকর থেকে পুলিশ ফাহিমকে আটক করে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302