• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফাহিমকে গ্রেপ্তারের প্রতিবাদে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের বিক্ষোভ

admin
প্রকাশিত মার্চ ১২, ২০২১
ফাহিমকে গ্রেপ্তারের প্রতিবাদে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের বিক্ষোভ

 

গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমেদকে গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে উপজেলা ছাত্রদলের উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।
শুক্রবার রাত আটটার দিকে বিক্ষোভ মিছিলটি উপজেলার চৌমুহনী এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, আজিজুল হক স্বপন, জাকারিয়া শাহজাহান, সাকেল আহমদ সাকিল, জায়েদুল ইসলাম শিপু, ওলিউর রহমান, জয়নুল হোসেন রিফাত, আব্দুল ফাত্তাহ, আলী আহমদ, সুফিয়ান আহমদ, সাজু মিয়া, মোঃ রেদওয়ান উদ্দিন, সদস্য দেলোয়ার হোসেন মান্না, আশফাক আহমেদ চৌধুরী, আহমেদ মনসুর, রিয়াজ উদ্দিন, মাহবুব হোসেন নাদিম, সুয়েদুর রহমান।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদল নেতা ফাহিমকে ষড়যন্ত্রমূলকভাবে গাজা দিয়ে ফাঁসানো হয়েছে। তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে অন্যথায় ছাত্রদল কঠোর আন্দোলন দিতে বাধ্য হবে।