একুশে নিউজ ডেস্ক:: মামুন মুস্তফা সম্পাদিত মন ও মননের ছোটকাগজ লেখমালা সম্মাননা পেলেন বুনন সম্পাদক কবি খালেদ উদ-দীন। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর কাটাবনস্থ কবিতাক্যাফে নামক একটি বুকশপে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি কবি শিহাব সরকার, আতাহার খান ও মজিদ মাহমুদ।
২০০১ সালে যাত্রা শুরু করা ছোট কাগজ বুননের এখন পর্যন্ত ৮টি সংখ্যা বেরিয়েছে। সুদক্ষ সম্পাদনায় প্রকাশিত প্রতিটি সংখ্যা পেয়েছে পাঠকপ্রিয়তা, গ্রহণযোগ্যতা পেয়েছে সাহিত্যবোদ্ধাদের। বুননের উল্লেখযোগ্য সংখ্যাগুলোর মধ্যে গল্প সংখ্যা, অনুবাদ সংখ্যা/অন্য ভাষার সাহিত্য, অকাল প্রয়াত কবি দেলোয়ার হোসেন মঞ্জু স্মারক সংখ্যা, কবিতা সংখ্যা এবং প্রবন্ধ সংখ্যা প্রকাশের মাধ্যমে সম্পাদকের শ্রম ও মেধার স্ফূরন শক্তি দেখানোর জন্য লেখামালা বুনন সম্পাদককে এই সম্মানে সম্মানিত করে।
উল্লেখ্য, কবিতায় সৃজনশীলতার জন্য সাহিত্যে মাসুদার রহমান ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ট শিক্ষাবিদ হিসেবে অবসর প্রাপ্ত অধ্যাপক মোজাফফর হোসেনকেও লেখমালা সম্মননা প্রদান করা হয়।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302