একুশেনিউজ ডেস্ক::
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, কিংবদন্তী ক্রিকেটার, ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক ও হেড কোচ খন্দকার মো. রাজিন সালেহ আলমের ৪১তম জন্মবার্ষিকী উপলক্ষে ক্লেমন সুরমা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সোমবার (১৫ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমীর মিডিয়ার ম্যানেজার মোহাম্মদ বদরুল ইসলাম বলেন, রাজিন সালেহ সিলেটের গর্ব। সিলেটের ক্রিড়াঙ্গণকে এগিয়ে নিতে তিনি ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমীর মাধ্যমে কাজ করে যাচ্ছেন। কিংবদন্তীর জন্মদিনে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও আগামীর সুন্দর এবং সাফল্যময় জীবন কামনা করি।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302