
স্টাফ রিপোর্টারঃ দৈনিক শ্যামল সিলেট পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি বিএনপি কর্মী মারজান আহমদকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে পরিবারকে বাঁচানোর আকুতি নিয়ে গতকাল বিকাল ৪ টায় সিলেট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তার পরিবারের সদস্যরা। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মারজান আহমদের বড় বোন তাহমিনা বেগম । তিনি তার বক্তব্যে বলেন তার ছোট দুই ভাইকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তাদের গোটা পরিবারকে হয়রানী করা হচ্ছে।
তিনি অভিযোগ করেন তার ছোট ভাই মারজান আহমদ জামিনে মুক্তি পেয়ে বাসা যাওয়ার পথে লামাবাজার এলাকা থেকে ১৩ মার্চ বিকাল ৪ টায় ডিবি পরিচয়ে তার ছোট ভাই মারজান আহমদকে তুলে নেওয়া হয় এবং অপর ছোট ভাই রেদওয়ান আহমদের সন্ধান দেওয়ার জন্য আমাকে ও আমার আম্মুকে হুমকি ধামকি দেওয়া হয়।
পরদিন সকালে থানায় এবং ডিবি অফিসে যোগাযোগ করলে তাদের কাছে কোন তথ্য নেই বলে আমাদেরকে জানান। বর্তমানে আমার অপর ছোট ভাই রেদওয়ান আহমদের সন্ধান দেওয়ার জন্য আমাদেরকে অপরিচিত মোবাইল নাম্বার থেকে ফোন করে তথ্য না দিলে আমাকে তুলে নেওয়ার হুমকির মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও জানান।
তাহমিনা বেগম তার ছোট ভাইকে ফিরিয়ে দিয়ে পরিবারকে সন্ত্রাসীদের কবল থেকে বাঁচানোর জন্য প্রশাসন, সাংবাদিক সমাজ ও প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানান। এসময় সংবাদ সম্মেলনে মারজান আহমদের মাতা শেলী বেগম উপস্থিত ছিলেন।