একুশে নিউজ ডেস্ক:: বাংলা সাহিত্যের শক্তিমান কবি কালাম আজাদের অমর একুশে বইমেলা ২০২১ উপলক্ষ্যে প্রকাশিত কবিতাবই ‘সাদাসিধে পদ্য’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ই মার্চ) দুপুরে সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের অফিস কক্ষে অনাড়ম্বর ও সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
বইটি হাতে পেয়ে কবি কালাম আজাদ আপ্লুত কণ্ঠে বলেছেন, ‘সাদাসিধে পদ্য’ বইটি আমার জন্য সারপ্রাইজ। আমার প্রাক্তন দুই শিক্ষার্থী কবি শিউল মনজুর ও আহবাব চৌধুরী খোকনের প্রচেষ্টায় বইটি আলোর মুখ দেখলো। আমার পাঠকেরা বইটিতে মূলত আমার ‘সাদাসিধে’ জীবনকে দেখতে পাবেন।
এসময় উপস্থিত ছিলেন, কবি কালাম আজাদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কবি নাজমুল আনসারী, কবি ও সাহিত্য সমালোচক বাছিত ইবনে হাবীব, কমরেড কবি আহমাদ সালেহ ও সাংবাদিক ইফতেখার শামীম প্রমুখ।
উল্লেখ্য, বইটি পাওয়া যাবে বাংলা একাডেমী লিটলম্যাগ চত্বরের বুননের ১৫ নম্বরের স্টলে এবং দেশজুড়ে অনলাইনে পেতে যোগাযোগ করতে হবে লালশির এর ফেইসবুক পেইজে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302