একুশে নিউজ ডেস্ক:: জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দর্শন অনুশীলন সমিতি বাংলাদেশ সিলেটের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও দর্শন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৭ই মার্চ) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে একঝাঁক অধ্যক্ষ ও অধ্যাপকদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দর্শন অনুশীলন সমিতির সভাপতি রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওয়াহিদ সারোর মূল প্রবন্ধ উপস্থাপনায় ও দক্ষিণ সুরমা সরকারী কলেজের সহকারী অধ্যাপক রাহেনা হক রানার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মৌলভীবাজার সরকারী কলেজের প্রফেসর দেবাশীষ দেবনাথ, দক্ষিণ সুরমা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সত্যব্রত রায়, দর্শন অনুশীলন সমিতি সিলেটের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, অধ্যাপক সেলিম আহমদ, অধ্যাপক পৃথি¦শ কান্তি ঘোষ, সহযোগী অধ্যাপক হিমাংশু রঞ্জন দাশ, সহকারী অধ্যাপক মো. ইলিয়াছুর রহমান, মুক্তি সেন সামন্ত ও কবি খালেদ উদ-দীন প্রমুখ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302