
একুশেনিউজ ডেস্ক:: দক্ষিণ সুরমার শাহ আব্দুর রহিম (রহ.) মাজারের দানবক্স ভেঙ্গে চাঁদাবাজির ঘটনায় আসামীদের গ্রেপ্তারের দাবিতে এসএমপি কমিশনার বরাবরে আবেদন করেছেন ভুক্তভোগীরা। গত ১১ ফেব্রæয়ারি আবেদন জমা দেন। পরে শনিবার (২০ মার্চ) আবারও এলাকাবাসী মিলে এসএমপি কমিশনার কার্যালয়ে গিয়ে আসামীদের গ্রেপ্তার করার জোর দাবি জানান।
অভিযোগে উল্লেখ করা হয়, স্থানীয় নিজাম উদ্দিন, বেলাল আহমদ, রিপন আহমদ ও জুয়েল আহমদ গত ৩ ডিসেম্বর বিকাল ৪টার দিকে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে শাহ রহিম (রহ.) মাজারের দানবক্স ভেঙ্গে টাকা নিয়ে যান। পরে তারা দানবক্সে নতুন তালা লাগিয়ে আসেন। এভাবে একের পর এক চাঁদাবাজি করে আসছেন উপরোক্ত আসামীরা।
এ ঘটনা স্থানীয় মুরব্বিরা ও সালিশ ব্যক্তিরা কোন সমাধান করতে পারেননি। তাই মাজারের খাদেম আব্দুশ শহিদ এসএমপি কমিশনার বরাবরে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য এ অভিযোগ দায়ের করেন।