
একুশে নিউজ ডেস্ক:: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির দম্পতির সুস্থতা কামনায় সিলেট মহানগরীর ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (২৫ মার্চ) বাদ যোহর নগরীর মদিনা মার্কেটে আল মদিনা জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও তার স্ত্রী সহ দেশ বিদেশে করোনা আক্রান্ত সকল অসুস্থতদের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন, আল মদিনা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা এনাম আহমদ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ূম জালালী পংকী, সহ সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সহ সভাপতি আমির হোসেন, যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি লল্লিক আহমদ চৌধুরী, ৮নং ওয়ার্ড সভাপতি আব্দুল হাদী মাছুম, ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মখলিছ খান, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তার, ৯নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ.কে.এম ফজলুল হক, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য এমদাদুল হক স্বপন, আহবায়ক কমিটির সদস্য উসমান গণি, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আফসর খান, ছালেক আহমদ, ৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি মানিক মিয়া, ৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হানু, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজ খান সজিব, সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি, ৯নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ রুম্মান, ৮নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক আজিজ আহমদ, ৯নং ওয়ার্ড যুবদলের সদস্য মানিক মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড যুবদলের সদস্য রুবেল আহমদ, জেলা ছাত্রদলের সদস্য তানভীর আহমদ, আমিনুল ইসলাম প্রমুখ।