• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মহান স্বাধীনতা দিবসে সিলেটে ইসলামী আন্দোলনের পতাকা র‌্যালী

admin
প্রকাশিত মার্চ ২৬, ২০২১
মহান স্বাধীনতা দিবসে সিলেটে ইসলামী আন্দোলনের পতাকা র‌্যালী

একুশেনিউজ ডেস্ক:: মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে শুক্রবার (২৬ মার্চ) সকাল ১০টায় নগরীর সুরমা পয়েন্ট থেকে পতাকা র‌্যালী বের করা হয়।

পতাকা র‌্যালী শুরুতে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশী বাধা অতিক্রম করে দলীয় নেতা কর্মীরা মিছিল বের করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ করেন। পতাকা মিছিল পুর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান।

মহানগর সভাপতি আলহাজ্ব নজীর আহমদ এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি মুুফতি সাঈদ আহমদ, নগর সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সহ-সভাপতি মাওলানা আমির উদ্দীন, নগর সহ-সভাপতি হাফিজ মাওলানা আসাদ উদ্দীন ও জেলা মহানগর নেতৃবৃন্দ। উক্ত পতাকা র‌্যালী সিলেট জেলা ও মহানগর শাখার দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।