একুশে নিউজ ডেস্ক:: রাজনগর উপজেলা আাওয়ামীলীগ এর দ্বীর্ঘ দিনের সভাপতি, উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান, রাজনগরের মাঠি ও মানুষের নেতা অত্যন্ত সদালাপী, পরোপকারী বর্ষিয়ান রাজনীতিবিদ ও মুরব্বি আলহাজ্ব মোঃ মিছবাহুদ্দোজা ভেলাই মিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও আাওয়ামীলীগ নেতা অপরেশ দাস অপু।
শোকবার্তায় তিনি বলেন, রাজনগরের রাজনীতি তথা সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির অগ্রদূতের মৃত্যুতে অপরনীয় ক্ষতি হলো সর্বমহলের যা হয়তো অপুরনীয় থেকেই যাবে। সৃষ্টিকর্তার নিকট উনার আত্মার চিরশান্তি ও পরিবারের সকল সদস্যদের শোক সহিবার ও ধৈর্য ধারনের শক্তি কামনা করেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302