নিজস্ব সংবাদদাতা: গতকাল ২৬ মার্চ শুক্রবার জুম্মার নামাজ শেষে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে ভারতে মহানবী (স:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে এবং ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন এবং হিন্দুবাদী দৃৃষ্টিভঙ্গির জন্য মোদীকে অভিযুক্ত করে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধীতা করে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা ও কটুক্তি করা ওই মহিলার সুষ্ঠু বিচারের দাবিতে ছাত্রদলের নেতা কর্মীরা বক্তব্য রাখেন।
এসময় মহানগর ছাত্রদলের সভাপতি আব্দুস সামাদ খান টিপু তার বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র হিসেবে প্রত্যেকটি মুসলমানের ঈমানী দায়িত্ব এই কটুক্তির বিরোধিতা করা। তিনি আরো বলেন, ভারতের প্রধানমন্ত্রীকে কোনোভাবেই বাংলাদেশে গ্রহণ করা হবে না যতক্ষণ না এই কটুক্তির সুষ্ঠু বিচার হয়েছে। তিনি প্রয়োজনে ভবিষ্যতে আরও বড় পরিসরে আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন। এ সময় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সেক্রেটারি ফজলে রাব্বি আহসান, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, ছাত্রদল নেতা দিনার খান, যুগ্ম সম্পাদক ছদরুল ইসলাম লোকমান, সাংগঠনিক সম্পাদক আজহার আলী অনিক, আহবায়ক, সুনামগঞ্জ জেলা ছাত্রদল,আতিকুর রহমান আতিক, এছাড়াও হবিগঞ্জ জেলা ও পৌর কমিটির নেতাকর্মী উপস্তিত ছিলেন, রুবেল খান, যুগ্ম সম্পাদক, হবিগঞ্জ জেলা ছাত্রদল, সরদার আজহারুল ইসলাম নিক্সন, সহ তত্ত্ব ও গবেষণা বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা ছাত্রদল, শেখ জসিম উদ্দিন, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা ছাত্রদল, শাহ মাজহারুল ইসলাম রাব্বি, যুগ্ম আহবায়ক, হবিগঞ্জ পৌর ছাত্রদল, সৈয়দ সাইফুল আলম, যুগ্ম আহবায়ক, হবিগঞ্জ পৌর ছাত্রদল সহ প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302