একুশে নিউজ ডেস্ক:: সিলেট ইয়াং স্টার স্পেন শাখার অন্যতম উদ্যোক্তা সমাজসেবী মো: এমদাদুল হক চৌধুরী রিপনের স্বদেশ আগমণ উপলক্ষে সিলেট ইয়াং স্টারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
গতকাল রবিবার (২৮মার্চ) সন্ধ্যায় নগরীর মদিনা মার্কেটস্থ চিলি চাইনিজ রেস্টুরেন্টে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিলেট ইয়াং স্টারের সভাপতি সৌরভ সোহেলের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সদরুল ইসলাম লোকমানের পরিচালনায় উপস্থিত ছিলেন, সিলেট ইয়াং স্টারের সাবেক উপদেষ্ঠা আহসান মাহবুব, সাধারন সম্পাদক মো: রাসেল আহমদ, সিনিয়র সহ-সভাপতি অপরেশ দাশ অপু, সাবেক সহ-সভাপতি জুনেদ আহমদ, মিজানুল হক মিজান, বাদশা মিয়া, সহ-সভাপতি রাগীব আহমদ রুহেল, সিলেট ইয়াং স্টারের শুভাকাংঙ্খী কামাল আহমদ, শফিক আহমদ, অঞ্জন সামন্ত, যুগ্ম সম্পাদক ইমাম হাসান, আপ্যায়ন সম্পাদক নুরেশ আহমদ, প্রচার সম্পাদক আক্তার হোসেন , ত্রাণ দুর্যোগ সম্পাদক লায়েক আহমদ, ক্রীড়া সম্পাদক এস এম তাফহিম, অর্থ সম্পাদক জালাল আহমদ, দপ্তর সম্পাদক পাবেল আহমদ, ধর্ম সম্পাদক জাকির হোসেন, সদস্য রাসেল আহমদ জীবন, মুরাদ আহমদ প্রমুখ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302