• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

শাল্লাকান্ডের আরেক হোতা র‌্যাব’র খাঁচায়

admin
প্রকাশিত মার্চ ২৯, ২০২১
শাল্লাকান্ডের আরেক হোতা র‌্যাব’র খাঁচায়

নিজস্ব প্রতিবেদক : শাল্লাকান্ডের আরেক হোতা গিয়াস উদ্দিনকে খাঁচায় পুরেছে র‌্যাব।

আজ সোমবার ( ২৯ মার্চ) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে জামালগঞ্জ দুর্লবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গিয়াস দিরাই থানার নুরনগর গ্রামের মৃত মিন্তার উদ্দিনের ছেলে।

তিনি শাল্লার সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে বহুল আলোচিত হামলা ভাঙচুর ও লুঠপাট মামলার অন্যতম আসামী।

তাকে জামালগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।