নিজস্ব প্রতিবেদক:: সিলেটে হু-হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সেই পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা।গত ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৯ জন। এনিয়ে সিলেট অঞ্চলে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ২২৯ জন।
একই সময়ে এ অঞ্চলে নতুন করে ৩৯ জন সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে সুস্থ রোগীর সংখ্যা ১৬ হাজার ৬৬ জন। তবে গত ২৪ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। ফলে মৃত্যুর সংখ্যা অপরিবর্তীত রয়েছে।
সোমবার (২৯ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে করোনাক্রান্ত ৯৯ জনের মধ্যে ৮৫ জনই সিলেট জেলার বাসিন্দা। অন্যদের মধ্যে সুনামগঞ্জ জেলায় ৪ জন, হবিগঞ্জে ৫ জন ও মৌলভীবাজার জেলায় আরও ৪ জন। এদিন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১ জন রোগী করোনাভাইরাস ধরা পড়ে।
এদিকে নতুন করে আক্রান্তদের নিয়ে করোনাক্রান্তের সংখ্যা ১৭ হাজার ২২৯ জন। তার মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৬১১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৭৯ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৪১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৯৮ জন।
সুস্থ হওয়া ৩৯জনের মধ্যে ৩৮ জনই সিলেট জেলার বাসিন্দা। একজন মৌলভীবাজারের বাসিন্দা।
অন্যদিকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৬ হাজার ৬৬ জন। তারমধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৯২০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫২৯ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৬৯৪ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯২৩ জন।
সোমবার সকাল আটটা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যা ২৮৩ জন। এরমধ্যে সিলেট জেলার ২১৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২৩ জন।
এছাড়াও সিলেটের চারজেলা মিলে ৯২ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৮৬ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, হবিগঞ্জে একজন, ২ জন সুনামগঞ্জে ও ৩ জন মৌলভীবাজারে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ৮৩ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যাদের সকলেই সিলেট জেলায়।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302