• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিশ্বনাথে হরতালের সমর্থনে বিএনপি’র প্রিকেটিং করা কালীন সময়ে পুলিশের সাথে মারামারি, গ্রেফতার-৫

admin
প্রকাশিত মার্চ ৩০, ২০২১

বিশ্বনাথ প্রতিনিধি: বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত হরতাল এর সমর্থনে বিশ্বনাথ থানাধীন রামপাশা ইউনিয়নে বিএনপি কর্মীদের সাথে পুলিশের তুমুল মারামারির সংঘর্ষ ঘটনা ঘটে। গত ২৮ মার্চ, বেলা অনুমান ১১:৩০ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল হইতে পুলিশ ৫ বিএনপি কর্মীদের গ্রেপ্তার করে। খবর নিয়ে জানা যায় যে, হরতালের সমর্থনে বিএনপি নেতাকর্মীরা বিশ্বনাথ থানা এলাকায় পিকেটিং করা কালীন সময়ে আমতৈল গ্রামের জৈনিক এক ব্যক্তি ট্রাক নিয়ে রাস্তায় বের হইলে পিকেটাররা তার গাড়ি রোধ করে তাকে লাঞ্চিত করে। পরবর্তীতে ওই লোক তার গ্রামের লোকজনকে নিয়ে প্রতিহত করার চেষ্টা করিলে উভয় পক্ষের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল করিতে থাকে। এ সময় বেশ কজন পুলিশ সদস্য আহত হয়। পরবর্তীতে পুলিশ টিআরসেল, রাবার বুলেটসহ ফাকা গুলি বর্ষণ করিলে তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়।

ঘটনার বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উশৃংখল বিএনপি নেতাকর্মীরা হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করিতেছিল। পুলিশ তাদের প্রতিহত করিতে সর্বদা প্রস্তুত রয়েছে। এ বিষয়ে বিশ্বনাথ থানায় ৬৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেন। আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।