একুশেনিউজ ডেস্ক::
প্রতারণা করে পাথর ব্যবসার নামে টাকা আত্মসাতসহ নানা অভিযোগ রয়েছে সিলেটের আখালিয়ার শানুর মিয়ার বিরুদ্ধে। পাথর ব্যবসায়ী সেজে পাথর নিয়ে টাকা ফেরত না দেওয়া, পরবর্তীতে চেক দিলেও একাউন্টে টাকা না থাকায় তার বিরুদ্ধে চেক ডিজওনার মামলা দায়ের করেছেন কোম্পানীগঞ্জের পাড়–য়া কালাসাদক গ্রামের মৃত ফজর আলীর পুত্র মো. আমির উদ্দিন। কোম্পানীগঞ্জ সিআর মামলা নং- ৪১/২০২১ইং।
মামলা সূত্রে জানা যায়, সিলেট সদর উপজেলার আখালিয়ার মৃত আমির হোসেনের পুত্র প্রতারক শানুর মিয়ার সাথে আমির উদ্দিনের ব্যবসায়ীক সম্পর্ক রয়েছে। ব্যবসার জন্য শানুর মিয়া ২ লক্ষ ১০ হাজার টাকার পাথর নেন আমির উদ্দিনের কাছ থেকে। পাথর নেওয়ার পর টাকা পরিশোধ করতে গড়িমশি করেন শানুর। টাকা পরিশোধে চাপ সৃষ্টি করলে শানুর বাধ্য হয়ে পূবালী ব্যাংকের ২টি চেকের মাধ্যমে প্রদান করেন আমির উদ্দিনকে। গত ৩ জানুয়ারি পূবালী ব্যাংক কোম্পানীগঞ্জ শাখায় শানুর মিয়ার নামীয় একাউন্ট (নং- ৪৭৭৮৯০১০০৬৭৭৩) এর ৫০ হাজার টাকার একটি চেক ও ১ লক্ষ ৬০ হাজার টাকার আরেকটি চেক প্রদান করেন। কিন্তু ১১ জানুয়ারি ব্যাংকে উক্ত টাকা তুলতে গেলে পর্যাপ্ত ব্যালেন্স নেই বলে নোটিশ দেয়। এসময় আমির উদ্দিন একাউন্টে টাকা না থাকার বিষয়টি শানুরকে অবহিত করলেও তিনি কোন রেসপন্স করেননি। পরে আদালতের মাধ্যমে টাকা পরিশোধের জন্য তাকে ৩০ দিনের সময় বেঁধে দেওয়া হয়। তবুও তিনি টাকা পরিশোধ করেননি। পরবর্তীতে গত ৪ মার্চ আমির উদ্দিন প্রতারক শানুরের বিরুদ্ধে চেক ডিজওনার মামলা দায়ের করেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302