• ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা রজব, ১৪৪৭ হিজরি

২৫ মার্চকে গণহত্যা দিবসের দাবি দক্ষিণ কোরিয়া ছাত্রলীগের

admin
প্রকাশিত মার্চ ৩০, ২০২১
২৫ মার্চকে গণহত্যা দিবসের দাবি দক্ষিণ কোরিয়া ছাত্রলীগের

দক্ষিণ কোরিয়া প্রতিনিধি::
১৯৭১ সালের ২৫ শে বর্বর পাকিস্তানিরা বাঙালি ইতিহাসে সবচেয়ে অমানবিক অপরাধটি করেছিলো। ঘুমন্ত শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কোটি বাঙ্গালিদের উপ অতর্কিত হামলা করেছিল তারা। বাংলার ইতিহাসে রক্তঝরা সেই দিনটি স্বীকৃতির দাবি উঠেছে বিশ্বজুড়ে।

কোরিয়ায় বসবাসরত ছাত্রলীগের নেতাকর্মীরাও ২৫ মার্চকে গণহত্যা দিবসের দাবিতে স্বাধীনতা সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি প্রদান করেছেন। গত ২৬ মার্চ দক্ষিণ কোরিয়া ছাত্রলীগহ নেতা মাহবুবুর রহমান চৌধুরী নাসিফ, আশরাফুল আলম নিল্টু ও ফরহাদ আহমদ হৃদয় এ স্মারকলিপি প্রদান করেন। একই সাথে বর্বর এ হত্যাযজ্ঞের জন্য পাকিস্তানের ক্ষমা প্রার্থনারও দাবি জানান তারা।