• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির কমিটি গঠন

admin
প্রকাশিত মার্চ ৩১, ২০২১
সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির কমিটি গঠন

একুশেনিউজ ডেস্ক::
সিলেটে বসবাসরত দোয়ারাবাজার উপজেলার সকলের প্রিয় সংগঠন দোয়ারাবাজার সমিতি, সিলেট এর কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৩১ মার্চ) বিকেলে সিলেটের একটি অভিজাত হোটেলে এক অনাড়ম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে কমিটি গঠন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মাসুক আহমদ তাহের। দেওয়ান রুশো চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাবু ধীরেন্দ্র কুমার দাস, এডভোকেট তমাল চন্দ্র নাথ, ডা. দেলওয়ার হোসেন দিপু, মো. রফিক উদ্দিন, সি.ও. অফিসার (অব:) মোঃ আব্দুস সালাম খান, এডভোকেট মনির উদ্দিন, সার্জেন্ট (অব:) আব্দুল আউয়াল, স্বপন কুমার সরকার, এনামুল হাসান, এডভোকেট বিকাশ অধিকারী, মাসুক রানা, অসিত কুমার দাস, মো. ইকবাল হোসেন, মো. করম আলী, আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নেছার আহমদ, আজিজুর রহমান, আব্দুল আউয়াল, রইছ উদ্দিন, গৌছ আলী, আবুল হাসনাত, হুমায়ূন আহমদ, জাবেদ নকিব, আল আমিন, ইউসুফ আলী, রফিক আলী, জাহাঙ্গীর আলম, দেলওয়ার হোসেন, শাহিনুর রহমান, মামুনুর রশিদ, শামীম আহমদ, প্রভাকর ভট্টাচার্য্য, হারুন মিয়া, বাবুল চন্দ্র দাস, এম আই এইচ আদর, মিনার উদ্দিন, দিলোয়ার হোসেন দিলদার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নুরুল আমিন।

সভায় সর্বসম্মতিক্রমে দোয়ারাবাজার সমিতি, সিলেটের আহ্বায়ক মাসুদ আহমদ তাহেরকে সভাপতি ও রোটা. দেওয়ান রুশো চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। তাদেরকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব দেওয়া হয়।