• ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে রাত ৮ টার পর দোকানপাট বন্ধের নির্দেশ

admin
প্রকাশিত এপ্রিল ১, ২০২১
সিলেটে রাত ৮ টার পর দোকানপাট বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:: সিলেটে দিন দিন বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা। ইতোমধ্যে করোনা হাসপাতাল শহীদ সামসুদ্দিনে কোন সিট নাই।
তবুও সিলেটে কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। সরকারি নির্দেশনা মোতাবেক সিলেটে প্রশাসনের পক্ষ থেকে করোনা মোকাবেলায় নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সিলেট জুড়ে করোনা সংক্রমণ রোধে (১লা এপ্রিল) বৃস্পতিবার থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন রাত ৮ টার পর জেলার সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

এ তথ্য নিশ্চিত করেছেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, অতিরিক্ত দায়িত্বে) আ.ন.ম. বদরুদ্দোজা।

তিনি বলেন, এছাড়াও পর্যায়ক্রমে কমিউিনিটি সেন্টার, পার্টি সেন্টার বন্ধের ঘোষণাও দেয়া হবে।