একুশে নিউজ ডেস্ক::দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের তেতলি যুব সমাজের উদ্যোগে সিলেট ট্রেড সেন্টার ভেজিটেবল মার্কেটের নবনির্বাচিত সভাপতি মো. ছাদ মিয়াকে গণ-সংবর্ধনা প্রদান করা হয়।
শুক্রবার (২ এপ্রিল) বিকেলে তেতলি পয়েন্টে আয়োজিত গণ-সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী মকবুল হোসেন মামুন।
সভায় বক্তারা বলেন, যুব সমাজকে কাজে লাগাতে হবে এবং তাদেরকে সমাজের ও দেশের কাজ করার সুযোগ করে দিতে হবে। যুব সমাজকে কাজে লাগালেই একটি দেশ ও জাতি উন্নত করা সম্ভব হয়। শুধু চাকরি নয়, যুব সমাজকে উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান তৈরী করতে হবে।
তেতলী যুব সমাজের নেতা শামীম আহমদ ও লিটন আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ট্রেড সেন্টার ভেজিটেবল মার্কেটের সিনিয়র সহ সভাপতি আলেক মিয়া, সহ সভাপতি কওছর আলী, পংকি মিয়া, সাধারণ সম্পাদক রাজু আহমদ, সহ সাধারণ সম্পাদক জলিল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. ছাদেক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক জয়নাল মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক কাজী মাসুদ, সহ সাংস্কৃতিক সম্পাতক তাজিল মিয়া, সহ সাহিত্য সম্পাদক দেলওয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক খসরু মিয়া।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি আব্দুল মতিন, আসক আলী, গজনফর আলী, মতিন মিয়া, ইকবাল মিয়া, আব্দুল করিম তুরণ, তেরা মিয়া, ছালিক মেম্বার, হরমুজ আলী, শানুর মিয়া, ভিপি আজির, ডা. শহীদ আহমদ, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ওলিউর রহমান ওলি, মকছুদুল করিম নুহেল, শাপরাণ আহমদ, আলা উদ্দিন আহমদ, মিনার হোসেন লিটন, রাজু মিয়া, নিজাম উদ্দিন, জুয়েল, জেবুল, বাদশা মিয়া, নুর আলী, কামরান আহমদ, শাকিল আহমদ, জাহেদ আহমদ, যুব সমাজের নেতৃবৃন্দ মিজানুর রহমান, রুহেল আহমদ, জয়নাল আবেদীন ইমন, জাকির হোসেন, আলী আহমদ, শিপলু মিয়া, তায়েফ, ইপ্তি, মাহবুব, মুকিদ, সেলিম, সাবুল, হাসান, আসফি, খালেদ, আকিদ প্রমুখ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302