নিজস্ব প্রতিবেদক::
সিলেট অঞ্চলে করোনাভাইরাসে আক্রমণের বর্ষপূর্তি আজ। আর এই দিনেই সিলেট অঞ্চলে করোনাক্রান্ত হয়েছেন আরও ৮৩জন। আর মৃত্যু হয়েছে আরও একজনের। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৭৬ জন।
সোমবার (৫ এপ্রিল মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে ৮৩জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩জন, সিলেটে ৬১ ও মৌলভীবাজারে আরও ১৯জন করোনা রোগী শনাক্ত হয়। সেই সাথে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭৬জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৫জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সিলেট জেলার ১৪জন ও হবিগঞ্জের ১জন রয়েছেন।
এদিকে, সোমবার (৫ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সিলেট করোনাক্রান্ত সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৯৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ১১ হাজার ৪৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬৯জন, হবিগঞ্জে ২ হাজার ১৬জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেট অঞ্চলে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৯২ জনের মৃত্যু হয়েছে। একই সাথে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭৯৬জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৩০জন।
আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪১জন ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ৫৭জন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302