• ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

ছাত্রদল নেতা এনামুল হোসেনের বাড়িতে পুলিশের তল্লাশী, পরিবারের সাথে অসদাচরণ: সিলেট জেলা বিএনপি, জেলা ছাত্রদলের তীব্র নিন্দা ও প্রতিবাদ

admin
প্রকাশিত এপ্রিল ১১, ২০২১
ছাত্রদল নেতা এনামুল হোসেনের বাড়িতে পুলিশের তল্লাশী, পরিবারের সাথে অসদাচরণ: সিলেট জেলা বিএনপি, জেলা ছাত্রদলের তীব্র নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার :  সিলেটের বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এনামুল হোসেন বাড়ীতে পুলিশের অভিযান ও তল্লাশীর নামে হয়রানী চালিয়েছে। এসময় তাকে বাড়িতে না পেয়ে তার পরিবারের সদস্যদের সাথে অসদাচরণ করেছে পুলিশ। গত ১০ এপ্রিল ২০২১ ইং তারিখ রাতে ছোট খুরমায় এনামুল হোসেন বাড়ীতে এ অভিযান চালায়।

এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপি ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাপ হোসেন সুমন ও সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার বলেন নিরীহ নেতাকর্মীদের নামে মিথ্যা গায়েবি মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এরপরও বাসা বাড়ীতে গিয়ে আমাদের নেতাকর্মীদের পরিবারের সদস্যদের প্রতি খারাপ আচরণ করা হচ্ছে যা অত্যান্ত নিন্দনীয়। গতকাল রাতে বিশ্বানাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এনামুল হোসেন বাড়ীতে পুলিশ অভিযান চালায় থাকে না পেয়ে তার পরিবারের সদস্যদের সাথে খুবই খারাপ আচরণ করা হয়েছে যা ভাষায় প্রকাশ করার মত নয়। এইসব নেককার জনক কর্মকান্ড বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ। অন্যথায় জনগণকে সাথে নিয়ে সকল অপকর্মে জন্য গনআন্দোলন গড়ে তুলা হবে।