• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নবগঠিত ঢাকা ইয়াং ষ্টারের অভিষেক অনুষ্টান ভারচুয়াল মিটিংয়ে সম্পন্ন

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২১
নবগঠিত ঢাকা ইয়াং ষ্টারের অভিষেক অনুষ্টান ভারচুয়াল মিটিংয়ে সম্পন্ন

একুশেনিউজ ডেস্ক::
সিলেটের অতিপরিচিত সামাজিক সেবা মুলক সংগঠন মানবতার সেবায় নিয়োজিত এই স্লোগানকে সামনে রেখে গঠিত সিলেট ইয়াং ষ্টারের সহযোগি সংগঠন হিসেবে ঢাকা ইয়াং ষ্টারের কমিটি গঠন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত ভারচুয়াল মিটিং বুধবার (১৪ এপ্রিল)রাত ১১টায় অনুষ্টিত হয়,এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট ইয়াং ষ্টারের প্রতিষ্টাতা যুক্তরাজ্য ইয়াং ষ্টারে সভাপতি এমদাদ হক তালুকদার, সিলেট ইয়াং ষ্টারের সভাপতি সৌরভ সোহেল ,সাধারন সম্পাদক মো:রাসেল আহমদ,যুগ্ম সম্পাদক ছদরুল ইসলাম লোকমান,ইমাম হাসান,আইন সম্পাদক এডভোকেট জাকির হোসেন, ছাতক ইয়াং ষ্টারের সভাপতি পংকজ দত্ত সহ ঢাকা ইয়াং ষ্টারের নেতৃবৃন্দ।

৩ জনকে উপদেষ্টা মন্ডলী ও ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ডা: মারুফুর রহমান তালহা কে সভাপতি ও মাহবুবুর রহমান মুয়াজ কে সাধারন সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।

সিলেট ইয়াং ষ্টারের নেতৃবৃন্দ বলেন দেশ বিদেশে সিলেট ইয়াং ষ্টারের অনেক গুলো সহযোগি সংগঠন রয়েছে তারই ধারাবাহিকতায় ঢাকা ইয়াং ষ্টারের কমিটি গঠন করা হয় যাতে করে সংগঠনের কার্যক্রম কে আরও তরান্বিত করা যায়।