
গোলাপগঞ্জ প্রতিনিধি:: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রদল নেতা ইমরুল আমীন ওপর হামলার অভিযোগ ওঠেছে উপজেলা ছাত্রলীগের একাংশের বিরুদ্ধে। আহত ইমরুল আমীন (২৫) উপজেলা ছাত্রদলের সদস্য ও ঢাকাদক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক। সে ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রামের আব্দুল লতিফের ছেলে।
দলীয় সূত্রে জানা যায়, গতকাল ১০ ঘটিকার সময় গোলাপগঞ্জ চৌমুহনী থেকে সিএনজি অটোরিকশা যোগে ধারাবহরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাড়ি থেকে নামামাত্রই উৎ পেতে থাকা একদল চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসী তার উপর হামলা এবং চুরিকাঘাত করে পালিয়ে যায়। হামলাকারী সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানাযায়।
এসময় গুরুতর আহত ইমরুলকে প্রথমে স্থানীয়রা প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট শহরের কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে পারিবারে সদস্যরা এসে তাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন আহত ইমরুলের চাচাতো ভাই রিমন আহমদ।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের সভাপতি এমদাদ হোসেন স্বপন বলেন, আহত ইমরুল আমীন ছাত্রদলের একজন সক্রিয় নেতা। তার উপর ছাত্রলীগের এমন জঘন্য হামলার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই। সকল সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।