
কানাইঘাট সড়কের বাজারের খান ক্লত হাউসের গোডাউন থেকে ১টি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে দোকানের পরিচালক ছাত্রলীগ নেতা জুবায়ের আহমদ খান ও কর্মচারী উস্তার আলীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৫ এপ্রিল) দুপুর ২টার দিকে সিলেটের কানাইঘাট থানার সড়কের বাজারে অবস্থিত খান ক্লত হাউজ থেকে তাদেরকে আটক করা হয়।
জুবায়ের আহমদ খান কানাইঘাট উপজেলার দিঘিরপার পূর্ব ইউনিয়নের দিঘিরপার গ্রামের আব্দুস সুবহান খানের ছেলে এবং বাংলাদেশ ছাত্রলীগ সিলেট এমসি কলেজ শাখার উপ প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন বলেও জানা গেছে। গতকাল দুপুরেই পুলিশ তাদেরকে কানাইঘাট থানায় সোপর্দ করেছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার দুপুরে সড়কের বাজারস্থ জুবায়ের আহমদ খানের পরিচালিত তার পিতার মালিকানাধীন খান ক্লত হাউস কাপড়ের দোকানের গোডাউনে পুলিশ অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার দোকানের গোডাউন থেকে ১টি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেন। পুলিশ তার দোকানের গোডাউন তল্লাশি করে অস্ত্র উদ্ধার করে। জুবায়ের আহমদ খান দীর্ঘদিন যাবৎ সড়কের বাজারে কাপড়ের ব্যবসা চালিয়ে আসছিল। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে আজ (সোমবার) সকালে তাকে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত সিলেটের ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ভূঁঞা রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।