
একুশেনিউজ ডেস্ক::
সিলেটসহ সারা বিশ্বে করোনা আক্রান্ত সকলের সুস্থতা কামনা করে, সকল মুসলিম উম্মাহর শান্তি ও নিহতদের আত্মার শান্তি কামনা করে গোলাপগঞ্জ মৌচাক গ্রুপের পক্ষ থেকে ভাচ্যুয়াল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জি.এম. অপু সাহরিয়া।
মোনাজাতে অংশ গ্রহন করেন, রেজাউল করিম রুকেল, আব্দুল হাদি পাবেল, সুফিয়ান মাহমুদ, এড. মামুন আহমদ রিপন, হিফজুর রহমান, নিয়ামুল কাদির লিপন, শামিম আহমদ পারভেজ, হাবিবুর রহমান রিপন, আব্দুল লতিফ, বেলাল আহমদ, জাবেদ আহমদ, নাজমুল ইসলাম, হাছন আলী, খালেদ্দুজ্জামান খালেদ, ফয়জুল হক, তাওহীদ মাহমুদ চৌধুরী, তানজিম রেকল, ইমাদ আহমদ প্রমুখ।