• ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে সফর, ১৪৪৭ হিজরি

যুক্তরাজ্য বিএনপির সভাপতির বাসায় হামলা: ছাত্রনেতা সোহেল ইবনে রাজার নিন্দা

admin
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২১
যুক্তরাজ্য বিএনপির সভাপতির বাসায় হামলা: ছাত্রনেতা সোহেল ইবনে রাজার নিন্দা

একুশেনিউজ ডেস্ক:

বৃহত্তর সিলেট তথা দক্ষিণ সুরমার কৃতি সন্তান ও যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি এম. এ মালিকের তেতলীস্থ বাসায় ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক সোহেল ইবনে রাজা।

শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে
তিনি বলেন, যুক্তরাজ্য বিএনপির বার বার নির্বাচিত সভাপতি এম এ মালিকের তেতলীর বাসভবনে ছাত্রলীগ-যুবলীগের হামলা, লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা সন্ত্রাসী কর্মকান্ডেকেও হার মানায়।

তিনি বলেন, অতীতে দক্ষিণ সুরমার মাটিতে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি। আওয়ামীলীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকে দেশের রাজনৈতিক সম্প্রীতি বিনষ্ট করেছে।

 

অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।