একুশে নিউজ ডেস্ক :: সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের চানপুর এলাকায় মরহুম হাজী সোনাহর আলী হাফিজিয়া মাদ্রাসার রাস্তা কেটে দিয়েছে প্রভাবশালী একটি মহল। গত মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে স্থানীয় কিছু লোক রাস্তাটি কেটে দেয়।
এ ঘটনায় মরহুম হাজী সোনাহর আলীর ছেলে সাব্বির আহমদ জালালাবাদ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
তিনি জানান, স্থানীয় আরিফ আলী, মনির উদ্দিন ও তাদের সহযোগীরা দীর্ঘ দিন থেকে টাকা পয়সা উত্তোলন করে আত্মসাত করছেন। কাঠাল, সুপারি সহ যাবতীয় মাদ্রাসা ও মসজিদের যাবতীয় জিনিষপত্র বিক্রি করে টাকা হাতিয়ে নিচ্ছেন। গ্রামের সহজ-সরল মানুষের কাছে তারা হিসাব নিকাশ দিচ্ছেন না।
তিনি আরও জানান, আমি ঢাকায় ছিলাম। সম্প্রতি বাড়িতে এসে মসজিদ ও মাদ্রাসার টাকা আত্মসাতের খবর পেয়ে তাদের কাজে বাঁধা দেই। এতে তারা ক্ষুব্ধ হয়ে মাটি কেটে রাস্তা বন্ধ করে দেয়।
এ ঘটনায় জালালাবাদ থানায় অভিযোগ দায়ের করেছি। থানা পুলিশ ঘটনা পর্যবেক্ষণ করে গেছেন।
স্থানীয়রা জানান, এলাকাবাসীর জন্য হলেও ওই মাদ্রাসা ও মসজিদটি ওই দুষ্কৃতিকারীদের হাত থেকে রক্ষা করা প্রয়োজন। এজন্য তারা প্রশাসনসহ সকল মহলের সহযোগিতা কামনা করেছেন।
এ ব্যাপারে জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান জানান, এ বিষয়ে আভিযোগ দেওয়া হয়েছে। শুনেছি বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে।
এসএ