• ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি

স্বাস্থ্যবিধি মেনে ৬ মে থেকে চলবে গণপরিবহন

admin
প্রকাশিত মে ৩, ২০২১
স্বাস্থ্যবিধি মেনে ৬ মে থেকে চলবে গণপরিবহন

একুশেনিউজ ডেস্ক :: স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে আগামী ৬ মে থেকে সিলেটসহ সারাদেশের জেলার ভেতরে গণপরিবহন চলবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (৩ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকেদের একথা জানান খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, শহরের মধ্যে গাড়ি খুলে দেওয়া হবে। তবে এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না। লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ থাকবে।

তিনি বলেন, “সোমবার (৩ মে) থেকে মার্কেটে পুলিশের অভিযান চলবে। মাস্ক না পরলে, স্বাস্থ্যবিধি না মানা হলে মার্কেট বন্ধ করে দেওয়া হবে।”