একুশে নিউজ ডেস্ক:: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশকে করোনা টিকা দিতে আন্তরিকভাবে চেষ্টা করছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বৃহস্পতিবার (৬ মে) সকালে মার্কিন রাষ্ট্রদূত ডেভিড মিলার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে সাংবাদিকদের এমন কথা জানান মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি রাষ্ট্রদূতকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে এক থেকে দুই কোটি টিকা পেতে চায় বাংলাদেশ। এর মধ্যে ৪০ লাখ টিকা দ্রুত সময়ের মধ্যে চাওয়া হয়েছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস এবং মার্কিন প্রবাসী বাংলাদেশিদেরও টিকার জন্য জোর লবিং করতে বলা হয়েছে।
ভারত থেকেও বিশেষ উদ্যোগে বা যে কোনো উপায়ে টিকা পাঠানোর অনুরোধ করা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন ভারতে এখনো তারা টিকা পাঠায়নি।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ১২ মে চীনের টিকা আসবে। বাংলাদেশ নিজস্ব পরিবহন খরচে তা আনবে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302