• ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে রজব, ১৪৪৬ হিজরি

সিলেটে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়ি গ্রেফতার

admin
প্রকাশিত মে ৬, ২০২১
সিলেটে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়ি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :: সিলেট বিমানবন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ। বুধবার (৫ মে) রাতে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পুলিশ। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে-কুমিল্লা জেলার লাঙ্গলকোর্ট থানার গোত্রশাল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জামাল হোসেন (৪২), বর্তমানে সে বড়শালা এলাকায় বসবাস করে আসছে। এছাড়াও গ্রেফতারকৃতরা হচ্ছে মংলিরপাড় এলাকার মৃত আবজহর আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩৭), একই এলাকার মৃত রশিদ আলীর ছেলে শহিদুল ইসলাম শহিদ (৩৫) ও মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুর নূর (৬০)

বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ওসি মাইনুল ইসলাম জাকির। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকা উদ্ধার করে পুলিশ।