• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম’র মৃত্যুতে সিলেট যুবদলের শোক প্রকাশ

admin
প্রকাশিত মে ৭, ২০২১
সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম’র মৃত্যুতে সিলেট যুবদলের শোক প্রকাশ

একুশেনিউজ ডেস্ক::

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার রাতে সিলেট জেলা যুবদলের দায়িত্ব প্রাপ্ত দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম রুমেল স্বাক্ষরিত এক শোক বার্তায় সিলেট মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিব, জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত তারেক, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, মরহুম দিলদার হোসেন সেলিম ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শণের বলিষ্ঠ অনুসারী তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত দলীয় আদর্শের প্রতি অবিচল থেকে বিএনপি সিলেট বিভাগকে শক্তিশালী করতে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে সিলেট বিভাগ একজন দক্ষ সংগঠককে হারালো। তাঁর মৃত্যুতে সিলেট বিভাগ বিএনপি যে ক্ষতি হলো তা অপূরনীয়।

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য: বুধবার রাত ৯টা ৫০ মিনিটে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।