একুশে নিউজ ডেস্ক::
দক্ষিণ সুরমা উপজেলার খাড়ার পাড় গ্রামে সাবেক ছাত্রদল নেতা ও তরুণ ব্যবসায়ী আব্দুল্লাহ আল ওয়াকির বাড়িতে হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামিলীগ কর্মীরা। গত সোমবার (১০ তারিখ) রাত আনুমানিক ৮ ঘটিকার সময় এই হামলা চালানো হয়।
জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগ বেশ কয়েকজন নেতাকর্মী একত্রিত হয়ে হামলা চালায়। তাদের হামলায় আব্দুল্লাহ আল ওয়াকি'র মা নুরুন্নেছা বেগম গুরুতর আহত হন ও তাদের ঘরের আসবাবপত্র ভাংচুর করে চলে যায়। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে স্হানীয় নর্থ ইষ্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। হামলার বিষয়ে ওয়াকির বাবার সাথে যোগাযোগ করলে তিনি বলেন এই হামলা পরিকল্পিত। পূর্ব বিরোধের জের ধরে আওয়ামীলীগ নেতা আরশ আলী ও শফিক মিয়ার নির্দেশ আওয়ামীলীগ সন্ত্রাসীরা আমার বাড়িতে অতর্কিত হামলা চালিয়েছে। আমরা প্রতিনিয়ত তাদের ভয়ে আতংকিত তাকি।
উল্লেখ্য; আব্দুল্লাহ আল ওয়াকি তেরা মিয়া হত্যা মামলার অন্যতম আসামী সহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী হয়ে দেশ পলাতক আছেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302