একুশে নিউজ ডেস্ক:: শাহজালাল মহাবিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রথম ধাপে শতাধিক গরীব অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ মে) চৌহাট্রা পয়েন্টে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
সাবেক শিক্ষার্থী মাসুদ আহমদের সভাপতিত্বে ও মিলাদ হোসেন শুভ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চ্যানেল ২৪ এর সিলেট প্রতিনিধি গোলজাার আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহজালাল মহাবিদ্যালয়ের মেধাবী সাবেক ছাত্র শিহাব উদ্দিন খান, ফিরোজুল মিয়া, আব্দুল্লাহ আল মাহদী (হাব্বান), মুছাদ্দিক হোসেন, কামরুল ইসলাম, সমুন মিয়া, কাওছার আহমদ, সাবেক ছাত্র মিলাদ হোসেন শুভ প্রমুখ।
সাবেক শিক্ষার্থী শিহাব উদ্দিন খান বলেন, আমি ব্যক্তিগত ভাবে খুবি আনন্দিত যে অতন্ত হলেও একজন মানুষের যদি উপকার হয় এই কোভিড ১৯ চলাকালীন সময়ে এবং সবার সহযোগিতা ও সাপোর্ট থাকলে আমাদের এই কার্যক্রম সবসময় অব্যাহত রাখতে চাই।
সাবেক শিক্ষার্থী মিলাদ হোসেন শুভ বলেন, সিলেট শাহজালাল মহাবিদ্যালয় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রথম ধাপে সিলেট নগরীর চোহাট্টা এলাকায় ছিন্নমূল ভাসমান শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয় এবং ২য় ধাপে আগামীকাল আমাদের নিজ এলাকায় গরিব অসহায় এতিম শিশুদের মধ্যে বাড়ী বাড়ী গিয়ে ঈদ উপহার পৌছে দেওয়া হবে।
সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ মিলে এই রকম একটি ভালো উদ্যোগ ও মহৎ কাজ অব্যাহত রাখার জন্য যারা সবসময় শ্রম, টাকা, উৎসাহ, সাপোর্ট দিয়ে সহযোগিতা করছেন দেশে এবং দেশের বাহিরে থেকে তাদের সবাই কে আমাদের কলেজ পরিবারের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302